Home / বিনোদন / কটাক্ষের মুখে বিপাশা

কটাক্ষের মুখে বিপাশা

শেরপুর নিউজ ডেস্ক: ১১ বছর পর রোববার র‌্যাম্পে ফিরলেন দেখা গেলো বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মা হওয়ার পর এই প্রথম ব়্যাম্পে দেখা মিলল বলি অভিনেত্রীর। ওজন বাড়লেও ব়্যাম্পে তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। যদিও ট্রোলাররা অভিনেত্রীকে তার ওজন নিয়ে ক্যাটওয়া করায় মজা করেছেন, বিপাশার ভক্তরা তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।

ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। সেই র‌্যাম্পে হাঁটার বেশ কিছু ভিডিও বিপাশা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। তাতে দেখা যায়, মা হওয়ার কারণে ওজন বেড়ে গেছে বিপাশার।

নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। কিন্তু একাংশ তাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। জয় নামে একজন লিখেছেন, কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে? কিরন শালিনি নামের একজন লিখেছেন, ‘এত মুটিয়ে গেছেন?’ ডলি শর্মা লিখেছেন, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন।’ কটাক্ষ করে পাঠান তারিক লিখেছেন, ‘হাতি।’ অন্য একজন গন্ডারের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।

গত বছরের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান। ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। সূত্র:হিন্দুস্তান টাইমস

 

Check Also

ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আসন্ন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Contact Us