Home / অপরাধ জগত / রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরসা প্রধান গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরসা প্রধান গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী আরসা প্রধান নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৫ অক্টোবর) রাতে কক্সবাজার কুতুপালং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

রাতে কালের কণ্ঠকে একথা বলেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডে সন্ত্রাসী সংগঠন আরসার কিলার গ্রুপের প্রধান মোস্ট ওয়ান্টেড নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দনকে গ্রেপ্তার করা হয়। তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চলছিল জানিয়ে তিনি বলেন, র‍্যাবের একাধিক টিম ও গোয়েন্দা শাখা শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে খুন হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

Check Also

মাঠে থাকবেন ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নিয়োজিত থাকবেন ৮০২ জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Contact Us