Home / রাজনীতি / শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে- কাদের

শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে- কাদের

শেরপুর নিউজ ডেস্ক: শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে শর্তযুক্ত সংলাপে রাজি নয় সরকার। শর্ত প্রত্যাহার করলে তবেই এনিয়ে চিন্তাভাবনা করা হবে।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন যদি মনে করেন কেবিনেট ছোট করবেন বা এভাবেই থাকবে সেটা তার এখতিয়ার।

প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারা (বিএনপি) কার সঙ্গে আলোচনা করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সরকারের কোনো দ্বিমত নাই।

এ সময় সেতুমন্ত্রী বলেন, তারা বন্ধু দেশ (যুক্তরাষ্ট্র) সম্পর্ক আছে, তারা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু তারাও শর্ত দিতে পারে না। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছি, আমরা করছি কি না সেটা তারা দেখবে।

তাদের (যুক্তরাষ্ট্র) কথা মতো নির্বাচন করতে হবে কেন? এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, কূটনৈতিক বিষয় সবসময় প্রকাশ্যে আলোচনা হয় না, অনেক সমঝোতা ভিতরে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নের প্রয়াস অব্যাহত আছে বলে এসময় জানান সেতুমন্ত্রী।

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশের বিষয়ে এক প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, তারা (পর্যবেক্ষক দল) তো আমাদের সাথে কথা বলে গেল। ডিটেইল আলোচনা হয়েছে, ইলেকশন রিলেটেড যে বিষয়গুলো আছে, সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। ইলেকশন ফ্রি, ফেয়ার করা, সে অবস্থানে আমরা আছি এবং আমরা সেটি বলেছি।

তবে সংলাপ নিয়ে তখন সুনির্দিষ্ট করে আলোচনা হয়নি জানিয়ে কাদের বলেন, এখন যদি তারা মনে করেন, এটা তাদের ব্যাপার, তারা বলতে পারেন। সংলাপ তো এক পক্ষ করবে না। মূলত সমস্যা হল, সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে প্রধান বিরোধী দলের কনফ্লিক্টের কারণ সংলাপ না। বিএনপি বলছে, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার চায়, নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। আমরা তো এই শর্তযুক্ত সংলাপে রাজি হব না।

Check Also

নির্বাচনে এখনো অংশগ্রহণের সুযোগ রয়েছে বিএনপির

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এখনো অংশগ্রহণের সুযোগ রয়েছে। তারা নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =

Contact Us