Home / বিদেশের খবর / সাংবাদিকদের বিএনপির হুমকি দেয়ায় টুইটে যা বললেন সজীব ওয়াজেদ জয়

সাংবাদিকদের বিএনপির হুমকি দেয়ায় টুইটে যা বললেন সজীব ওয়াজেদ জয়

শেরপুর ডেস্ক: সাংবাদিকদের হুমকি দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠবে।

প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আরও বলেন, গণতন্ত্রে গণমাধ্যমের শক্তি এই ধারণার মধ্যে নিহিত যে, সাংবাদিকদের কাউকেই ছাড় দেয়া উচিত নয়– না ক্ষমতাসীন দল, না বিরোধীদের। কিন্তু সাংবাদিকদের উদ্দেশে বিএনপির মিডিয়া সেলের এমন হুমকি দলটির চরম অসহিষ্ণু চেহারাই প্রকাশ করছে। সেইসঙ্গে এটাও স্পষ্ট যে, ক্ষমতায় এলে বিএনপি গণমাধ্যমের জন্য হুমকি হয়ে উঠবে, যেমনটা তারা ২০০১-০৬ সালে করেছিল।

সজীব ওয়াজেদ বলেন, গণতন্ত্র চর্চার ক্ষেত্রে মুক্ত গণমাধ্যম সরকার এবং বিরোধী দল উভয়কেই জবাবদিহি করার স্বাধীনতাকে ধারণ করে। কিন্তু বিএনপির হুমকি মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করা থেকে রুখে দিতে চায় এবং সন্ত্রাসী আগ্রাসনের ভয় দেখায়। গণতন্ত্রে মিডিয়ার শক্তি এই ধারণার মধ্যে নিহিত যে সাংবাদিকরা কাউকেই ছাড় দেবে না। সেটা ক্ষমতাসীন দল এবং বিরোধী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রকাশিত ভিডিওতে বিএনপি-জামায়াতের শাসনামলে বিভিন্ন সময় সাংবাদিকদের হত্যা, হামলা ও নির্যাতনের বেশ কিছু সংবাদের পেপার কাটিং দেখানো হয়। এ ছাড়াও বিগত বছরগুলোতে বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর বিএনপির হামলা এবং গণমাধ্যমকে আক্রমণ করে দেয়া বক্তব্যের ফুটেজ ও কার্যক্রমও দেখানো হয়। সেই সঙ্গে প্রশ্ন রাখা হয়, এভাবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রুখে দিতে চায় কিনা?

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। তাতে হুমকি দিয়ে বলা হয়, ‘আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া গণতন্ত্রের পক্ষে আর কোনটি ‘স্বৈরাচারের পক্ষে’। হুমকিমূলক বার্তার পাশাপাশি ওই পোস্টে ‘#টেকব্যাংকবাংলাদেশ, #স্টেপডাউনহাসিনা, #রেস্টোরকেয়ারটেকারগভ’ প্রভৃতি স্লোগান ব্যবহার করা হয়। পোস্টটি প্রকাশ হওয়ার পরই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের গণমাধ্যমকর্মীরা। তারা বলছেন, বিএনপির হাতে দেশের গণমাধ্যম এবং এর কর্মীরা নিরাপদ নয়। গণমাধ্যমের স্বাধীনতায় তারা বিশ্বাসী না।

Check Also

গাজায় যুদ্ধবিরতি শেষে ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলি হামলায় নিহত সন্তানের জন্য এক নারী শোক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =

Contact Us