Home / বগুড়ার খবর / শাহজাহানপুর / বগুড়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জেলার শাজাহানপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আসামির নাম সুমন রেজা ওরফে সুমন হোসেন (২৭)। তিনি শাজাহানপুরের মাঝিরা মধ্যপাড়ার মৃত দিলবর আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন হোসেন নামে ওই যুবক গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন (বগুড়া সদর থানার মামলা নং-৪৮, ১৭/০৯/২০২২)। মামলার পর থেকেই ওই যুবক দীর্ঘদিন পালিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হবে।

Check Also

বগুড়ায় অস্ত্রসহ এমপি বাবলুর ‘দেহরক্ষী’ গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় এমপি রেজাউল করিম বাবলুর দেহরক্ষী মোঃ ওমর ফারুককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =

Contact Us