Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা- মজিবর রহমান মজনু

বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা- মজিবর রহমান মজনু

শেরপুর নিউজ ডেস্ক: জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে শনিবার (২৬ আগষ্ট) বেলা ১২টায় বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গড়ে তুলেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা। ৭ই মার্চের ভাষণের দিন বঙ্গমাতা বলেছিলেন বঙ্গবন্ধুকে বাঙালি জাতির ভরসার স্থান প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতার ডাক দিতে হবে। বঙ্গবন্ধু সেদিন কোন নেতার কথা শোনেননি, শুনেছিলেন বঙ্গমাতার দেয়া অনুপ্রেরণা। বঙ্গবন্ধু যখন স্বাধীন সার্বভৌম দেশ গড়ায় অংশ নেয়, আর তখনই তাকে সপরিবারে হত্যার নীল নকশা করে পাকিস্তানি দোসররা। ১৯৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে আবারো ক্ষমতায় বসে ছিল পাকিস্তানি দোসররা। কিন্তু ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। আজ সেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাত ধরে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য অংশ ছিলেন বঙ্গমাতা। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন তখন দলীয় নেতাকর্মীদের পাশে আলোর দিশারী হয়ে থাকতেন বঙ্গমাতা। বঙ্গমাতা নিজের গহনা বিক্রি করে আগরতলা ষড়যন্ত্র মামলার একত্রিশ জন আসামিকে সাহায্য করেছিলেন। বঙ্গমাতা নিজের পরিবারের কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর অনুসারীদের জন্য সর্বদা কাজ করে গেছেন। কারাগারে থাকা সকল নেতাকর্মীদের পরিবারের খোঁজ নিয়েছেন। বঙ্গমাতাই বঙ্গবন্ধুকে গড়ে তুলেছেন ছায়ার মত সঙ্গী হয়ে। বঙ্গবন্ধুর ইতিহাসে প্রতিটি স্থানে বঙ্গমাতার অবদান রয়েছে। বঙ্গমাতা হলেন সেই মহীয়সী নারী যিনি এই উপমহাদেশে নারী বিপ্লবের সূচনা করেছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মকবুল মুকুল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক রুহুল মোমিন তারিক, বগুড়া আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মন্টি, শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক গোলাম হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিক হাসান, শামীমা সুমি শাহ, সাজ্জাদ আলম পারভেজ, শেখ হৃদয় মিঠু, সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক
সুজন আকন্দ, বগুড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির, মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবাইয়া ইসলাম রত্না। আলোচনা সভায় বগুড়া জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে- আবু সুফিয়ান সফিক

শেরপুর নিউজ : বগুড়া শহরের হাকিরমোড় ঘোনপাড়ায় শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলেপৌর মহিলা আওয়ামী লীগের ১নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =

Contact Us