সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

শেরপুর নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক স্টেডিয়ামে আজ নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব সেরার মুকুট জিতেছে স্পেন। বিজয়ী দলের অধিনায়ক ওলগা কারমোনা ম্যাচের ২৯ মিনিটে জয়সূচক গোলটি করেন। ১৯৬৬ সালে ইংল্যান্ড ও ২০১০ সালে স্পেন ছেলেদের বিশ্বকাপের শিরোপা জিতেছিল। মেয়েদের বিশ্বকাপে এবারাই প্রথম ফাইনালে ওঠে স্পেন ও ইংল্যান্ডের মেয়েরা। প্রথম বার ফাইনালে ওঠেই শিরোপা জিতেছে স্পেনের মেয়েরা। স্পেনের জেনিফার হারমসো ৬৯ মিনিটে পেনাল্টি মিস না করলে এই ম্যাচে দুই গোলে জেতার সম্ভাবনা ছিল স্পেনের।

নিজেদের সবশেষ লড়াইয়ে গত বছরেই নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে সেখানে স্পেনকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। কিন্তু এবারের ফাইনালে দেখা মিললো অন্য এক স্পেনের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েছে জর্জ ভিলদার শিষ্যরা। আক্রমণের সেই ধারাতেই ২৯ মিনিটে লিড পায় স্পেন। বাম প্রান্ত ধরে আক্রমণে উঠে আসেন বার্সেলোনা তারকা মারিওনা কালদেন্তি। ডি-বক্সের ঠিক আগেই পাস দিয়েছেন লেফটব্যাক থেকে ওভারল্যাপ করে আসা ওলগাকে। বাম পায়ের কোণাকুণি শটে ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। অবশ্য এর আগে ইংলিশ স্ট্রাইকার লরেন হ্যাম্পের জোরালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। ম্যাচের ১৬ মিনিটের সেই আক্রমণই ছিল ইংল্যান্ডের সেরা সুযোগ। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। বিরতির পর স্পট কিক থেকে গোল করার সহজ সুয্গো মিস করেন জেনিফার হারমসো। ডি বক্সের ভিতরে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় লা রোজারা। কিন্তু ইংলিশ গোলরক্ষক ম্যারি ইয়ার্পস পেনাল্টি ঠেকিয়ে ইংলিশদের আশা বাঁচিয়ে রাখেন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় দিয়েই প্রথমবারের মত বিশ্বকাপের ট্রফি জয় করে নেয় স্পেনের মেয়েরা।

মাত্র তৃতীয়বারের মত বিশ্বকাপে খেলতে আসা স্পেন এবারই প্রথম শেষ আটে খেলার গৌরব অর্জন করে। শেষ চারে ওঠার লড়াইয়ে তারা গতবারের রানার্স আপ নেদারল্যান্ডকে হারায়। শেষচারে স্পেন পরাজিত করে পাঁচবার সেমিফাইনাল খেলেও ফাইনালে উঠতে না পারা সুইডিশ মেয়েদের। সবশেষ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আলেক্সিয়া পুতিলিসরা। এর আগে ২০১০ সালে স্পেনের ছেলেরা দেশের হয়ে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল।

Check Also

নতুনরূপে আসছে বঙ্গবন্ধু স্টেডিয়াম

শেরপুর নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজ ধীরগতিতে চলছে। যদিও বর্ষাকালে কাজ করা বেশ কঠিন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Contact Us