Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত

বগুড়ায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন কবি কামরুল বাহার আরিফ কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) সন্ধ্যায় এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, সম্মানিত অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও ‘তুমি জেগে রবে, জেগে রহো’ কাব্যগ্রন্থটির প্রকাশক জলধি সম্পাদক কবি নাহিদা আশরাফী।

‘তুমি জেগে রবে, জেগে রহো’ কাব্যগ্রন্থটির মুখ্য আলোচক ছিলেন কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে কবি কামরুল বাহার আরিফকে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এ সময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা এম রহমান সাগর সম্পাদিত শিশুতোষ পত্রিকা ‘অনুশীলন’ এর মোড়ক উন্মোচন করেন।

কবি ও বাচিক শিল্পী মাহফুজ ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, রাজশাহী বরেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ কবি আলমগীর মালেক, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী ও বগুড়া লেখক চক্রের সাবেক সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব। সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল ও সাবেক সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী।

কবিতাসন্ধ্যায় কবি কামরুল বাহার আরিফ বঙ্গবন্ধু নিয়ে লেখা ‘তুমি জেগে রবে, জেগে রহো’ কাব্যগ্রন্থ থেকে দশটি কবিতা পাঠ করেন।

বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা এবং ‘তুমি জেগে রবে, জেগে রহো’ কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন, শামীম হোসেন, মনজুর রহমান, লিপি কাজী, রাহমান ওয়াহিদ, এম রহমান সাগর, এস এম আনিছুর রহমান, নাসির উদ্দিন, আমির খসরু সেলিম, মুনসুর আহমেদ তানসেন, সাফওয়ান আমিন, আবু রায়হান ও সোহানুর রহমান সোহান।

বগুড়া, ঢাকা, নওগাঁ, রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে আগত কবিদের আড্ডায় মুখরিত হয়ে ওঠে ম্যাক্স মোটেল। বৃষ্টিমুখর এই রাতে মধ্যরাত অবধি চলে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান।

Check Also

বগুড়ায় তিন দইঘরকে ১৮ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক: ওজন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে বগুড়ায় তিন দইঘরকে ১৮ হাজার টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Contact Us