Home / খেলাধুলা / বাংলাদেশে আসছেন ডি মারিয়া

বাংলাদেশে আসছেন ডি মারিয়া

শেরপুর নিউজ ডেস্ক: কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। এবার বাংলাদেশে পা রাখতে চলেছেন মেসি-মার্টিনেজদের দলের আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। খুব শিগগিরই বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়াকে বাংলাদেশ এবং ভারতে আনার জন্য চেষ্টা করছেন ভারতীয় উদ্যোক্তা শতদ্রু দত্ত। ডি মারিয়া যে বাংলাদেশে আসছেন, বৃহস্পতিবার (১০ আগস্ট) সেটা সময় সংবাদকে নিশ্চিত করেছেন শতদ্রু নিজেই। এর আগে মার্টিনেজকেও ভারত ও বাংলাদেশে এনেছিলেন তিনি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মোবাইল ফোনে সময় সংবাদকে শতদ্রু দত্ত জানান, ডি মারিয়ার বাংলাদেশ ও ভারত সফর প্রায় নিশ্চিত। তবে এখনও দিন-তারিখ নির্ধারিত হয়নি।

আগামী ১০ দিনের মধ্যে দিন তারিখ নির্ধারণ হয়ে যাবে বলেও জানান এই উদ্যোক্তা।

বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী। সবশেষ কাতার বিশ্বকাপের সময় মেসিদের প্রতি ভক্তদের সেই উন্মাদনা প্রকাশ পেয়েছে ভালোভাবেই। আর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে সে বিষয়টি জানতে পারে আর্জেন্টাইনরাও। তাই নিজের ইচ্ছাতেই বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। তবে যেই ভক্তদের কারণে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ, তাদের সঙ্গেই দেখা হয়নি তার।

তবে এবার সেরকম কিছু হচ্ছে না। ডি মারিয়াকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন ভক্তরা। বাংলাদেশে থাকবে তার দিনভর প্রোগ্রাম। এমনটাই জানিয়েছেন শতদ্রু।

Check Also

ভারতের এশিয়া কাপ জয়

শেরপুর নিউজ ডেস্ক: এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে রোহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =

Contact Us