সর্বশেষ সংবাদ
Home / মিডিয়া / ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব

‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব

শেরপুর নিউজ ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এ প্রচারিত টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি সিজিএসের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।

সম্প্রতি বিএফআইইউ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। আজ বুধবার রাতে বিএফআইইউর শীর্ষ একজন কর্মকর্তা আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ হিসাব তলব করা হয়েছে।

বিএফআইইউ চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলন— সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। এসব হিসাবে বিদেশ থেকে অর্থ জমা হলে তার তথ্যও জানতে চাওয়া হয়েছে।

Check Also

সাইবার নিরাপত্তা আইন হবে সাংবাদিক নির্যাতনের হাতিয়ার: সম্পাদক পরিষদ

শেরপুর নিউজ ডেস্ক: সম্প্রতি আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ জাতীয় সংসদে পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Contact Us