সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন-সিইসি

ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন-সিইসি

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর নয় আগামী অক্টোবরের শেষে তফসিল হতে পারে।

রবিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর নতুন গঠিত আইন সভার প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। নিয়ম অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণের পূববর্তী ৯০ দিনের মধ্যে তফসিল ঘোষণার কথা।

আর সে অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন হতে হবে। যদিও আগাম নির্বাচনের বিধান আছে। তবে, সেক্ষেত্রে সংসদ ভেঙে দিতে হবে।

Check Also

মহানবীর আদর্শ অনুসরণেই সফলতা-শান্তি নিহিত: প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Contact Us