সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ৪ দেশের ৩৯ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৪ দেশের ৩৯ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেরপুর নিউজ ডেস্ক: গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতি সহ নানা অভিযোগে চারটি দেশের ৩৯ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার ফলে এই ব্যক্তিরা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

দেশগুলো হলো-এল সালভাদর, নিকারাগুয়া, গুয়াতেমালা ও হন্ডুরাস।

বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যক্টরস রিপোর্ট: ২০২৩’-এ ১১ পৃষ্ঠার রিপোর্টে এ নিষেধাজ্ঞার কথা বলা হয়।

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার তালিকায় এল সালভাদরের ৬ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও নিকারাগুয়ার ১৩ জন ব্যক্তির নাম রয়েছে।

কংগ্রেসের কাছে জমা দেয়া ওই রিপোর্ট অনুযায়ী, এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার বৈধতা হারিয়েছেন। এবং কারও কাছে এখন মার্কিন ভিসা থাকলে সেটিও তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞাপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য যেকোনো ধরনের বৈধ ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো ডকুমেন্ট থাকলে তা-ও বাতিল করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, এসব ব্যক্তি গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করেছেন, উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন এবং দুর্নীতির তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়া তারা সরকারি কাজের চুক্তি পেতে ঘুষ, চাঁদা দাবি, দুর্নীতিতে সহযোগিতা করা; অর্থ পাচার করা; সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন করার সঙ্গে যুক্ত ছিলেন।

Check Also

৯ কেজি ওজনের পেঁয়াজ, গিনেসে স্বীকৃতির অপেক্ষা

শেরপুর নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন কিছু অদ্ভুত জিনিস ভাইরাল হয়, যা দেখে চোখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =

Contact Us