সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার সিদ্ধান্ত

শেরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার সিদ্ধান্ত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এই সভায় সর্বসম্মতিক্রমে ঘোষণা প্রস্তাবটি জেলা কমিটি বরাবরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখি-সমৃদ্ধশালী দেশ গড়া। অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দেশের কোনো মানুষ ভুমিহীন ও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন। আজকে তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে এই উপজেলায়।

দেশকে নিয়ে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এমপি হাবিবর রহমান বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোটের ওইসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে যে কোনো অপৎপরতা রুখে দেওয়ার আহবান জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, এসএম আবুল কালাম আজাদ ও মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম।

Check Also

সীমাবাড়ীতে মজনু’র মনোনয়ন কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল

শেরপুর নিউজ: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু’র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Contact Us