Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া লেখক চক্রের ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: বর্ষা নিয়ে কবিতা পাঠের আয়োজন ‘বর্ষার পদাবলী’ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া লেখক চক্রের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ‘বর্ষার পদাবলী’তে কবিতা পাঠ করেন অর্ধশতাধিক কবি।

‘বর্ষার পদাবলী’তে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়ার পরিচালক মুহাঃ আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী এবং কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, চিত্রশিল্পী মনিরুল ইসলাম নান্টু, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি কবি ওয়ায়েজ রেজা।

কবি ও বাচিক শিল্পী মাহফুজ ফারুক এর সঞ্চালনায় বর্ষার কবিতা পাঠ করেন কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি খন্দকার বজলুর রহিম, কবি মতিয়ার রহমান, কবি শিবলী মোকতাদির, কবি মাহমুদ হোসেন পিন্টু, কবি রাহমান ওয়াহিদ, কবি ইসলাম রফিক, কবি মিতা নূর, কবি আজিজার রহমান তাজ, কবি ওয়ায়েজ রেজা, বাচিকশিল্পী অলোক পাল, কবি আমির খসরু সেলিম, কবি কামরুন নাহার কুহেলী, কবি শামীম হোসেন, কবি এম রহমান সাগর, কবি এস এম আনিছুর রহমান, কবি সারমিন সীমা, কবি শুভ্রা সাহা, কবি সাহাব উদ্দিন হিজল, কবি জীবন সাহা, কবি সাফওয়ান আমিন, কবি শাহাদত হোসেন, কবি কাওসার মাহমুদ, কবিতার বুলবুল, পবিত্র প্রামাণিক, শাহানূর শাহিন, আলমগীর কবির, সরদার ফাতেমা জহুরা, আব্দুল ওয়াদুদ, অনামিকা রায়, সাদিকা আফরিন, নাজমা আকতার, সোহানুর রহমান সোহান, ফাতেমা ইয়াসমিন, নুসরাত জাহান, আমিনুর রহমান প্রমুখ।

বর্ষার পদাবলীতে কবিদেরকে গোলাপ ফুল এবং চাউল ও গম ভাজা দিয়ে কবিতা পাঠের আমন্ত্রণ জানানো হয়।

Check Also

বগুড়ায় তিন দইঘরকে ১৮ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক: ওজন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে বগুড়ায় তিন দইঘরকে ১৮ হাজার টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Contact Us