সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / বাংলাদেশকে সহায়তা দেবে আইএমএফ

বাংলাদেশকে সহায়তা দেবে আইএমএফ

শেরপুর নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইএমএফের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রাস্ট (আরএসটি) তহবিল-সংক্রান্ত বৈঠকে তারা এ কথা জানায়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক বো লি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের কাছে জলবায়ু অভিযোজন কার্যক্রমে অনুদানভিত্তিক অর্থায়ন প্রত্যাশা করে। আইএমএফ থেকে নীতি পরামর্শ এবং সক্ষমতা উন্নয়নবিষয়ক সহায়তা পেয়ে আমরা সন্তুষ্ট।

Check Also

বাণিজ্যের নতুন দ্বার খুলতে পারে

শেরপুর নিউজ ডেস্ক: রাশিয়ার সঙ্গে রুবলে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন ভবিষ্যতে নতুন দ্বার খুলতে পারে। পাশাপাশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =

Contact Us