সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সেন্টমার্টিনে ত্রাণ সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী

সেন্টমার্টিনে ত্রাণ সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী

শেরপুর নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১৯ মে) এর অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত সাত শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ওষুধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Check Also

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমুখী : প্রণয় ভার্মা

শেরপুর নিউজ ডেস্কঃ ভারতীয় হাইকমিশন পতেঙ্গা সমুদ্র সৈকতে ‘জি ২০ মেগা বিচ ক্লিন আপ’ শীর্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =

Contact Us