সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / দিনভর মনিটরিংয়ে প্রধানমন্ত্রী

দিনভর মনিটরিংয়ে প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয় নিয়ে দিনভর মনিটরিং করেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় কথা বলেন এবং জান-মালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

গতকাল গণভবন থেকে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে একাধিকবার ফোন করেন।

তিনি দুর্যোগ প্রবণ এলাকার দলীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলীয় সম্পাদকমন্ডলীর সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং করছেন। গতকাল সকালে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হলেও সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী ফোনে আমাকে বলেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’ এনামুর রহমান আরও বলেন, আমরা সেটা দেখে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে কথা বলেছি। তিনি এরপর বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। সবার প্রচেষ্টায় তাদের হোটেলে ফিরিয়ে আনা সম্ভব হয়।

Check Also

স্বাভাবিক হচ্ছে পেঁয়াজের বাজার

শেরপুর নিউজ ডেস্কঃ দামে লাগাম টানতে আমদানির অনুমতির পর দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক হতে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Contact Us