সর্বশেষ সংবাদ
Home / অন্যরকম খবর / বর্ণিল আয়োজনে বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর নিউজ ডেস্ক : ঢাকায় প্রথমবার ডিজনি প্যারেডের মত আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যকর ও নিরাপদ খেলার জায়গা তৈরিতে উৎসাহ দিতে ঢাকায় একটি বর্ণাঢ্য র্যা লি আয়োজন করে দেশের সবচেয়ে বড় ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড।

১২ মে (শুক্রবার) বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজনটি রাজধানীর মিরপুর ২ থেকে শুরু হয়ে মিরপুর ১২ নম্বর সেকশনের সামনে গিয়ে শেষ হয়; যেখানে সম্প্রতি উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির প্রথম ফ্র্যাঞ্চাইজি শাখা। বর্ণাঢ্য র্যা লিতে শিশুসহ প্রায় ২০০ মানুষ অংশগ্রহণ করেন।

বর্নাঢ্য এ আয়োজনে ছিল রূপকথার বিভিন্ন চরিত্রের চরিত্রায়ণ, ব্যাবুল্যান্ডের নিজস্ব চরিত্র গাব্বুশ, টুটুন, ক্যাপ্টেন কিকো ও চাম্পু। সাথে আরও ছিল শিশুদের জন্য ম্যাজিক, এবং গান বাজনার আয়োজন ও রংবেরঙের বেলুন ও ফেস্টুন দিয়ে সাজানো ডেকোরেটিভ ট্রাক ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এনামুল হক কলিন্স, ফ্রাঞ্চাইজি সদস্যের প্রতিনিধি মো. আসহাদুল্লা হাবিব, খান পাঠান, মো. কামরুজ্জামান শিকদার, মো. তৌহিদুল ইসলাম এবং নাফিজ আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।ঢাকা প্রথমবারের মত এই ধরনের ভিন্নধর্মী একটি প্যারেড আয়োজন করা হয়, যা উত্তর আমেরিকায় জনপ্রিয় ডিজনি প্যারেডের মতো।

বাবুল্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা, ইশনাদ চৌধুরী বলেন, “ক্রমবর্ধমান প্রযুক্তির দ্বারা গ্রাস করা বিশ্বে, শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা আমাদের কর্তব্য। বাবুল্যান্ড শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক বিকাশের বিষয়ে কথোপকথন শুরু করতে চায়।“

বর্তমানে ঢাকায় সাতটি শাখা পরিচালনা করছে এবং এর মাধ্যমে প্রতি মাসে ৭০,০০০ শিশুকে সেবা দিচ্ছে, বাবুল্যান্ড। দেশব্যাপী বাবুল্যান্ড শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।

 

 

 

 

Check Also

বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে : এনামুল হক শামীম

শেরপুর নিউজ ডেস্ক; পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us