সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সোনাতলা / সোনাতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত গৃহবধুর মৃত্যু

সোনাতলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত গৃহবধুর মৃত্যু

শেরপুর নিউজঃ বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর আনুমানিক বয়স ৩৫ বছর।

রোববার (৭ মে) সকাল ৯টার দিকে সোনাতলায় রেল স্টেশনের পাশে স্টেডিয়াম মাঠের পাশে ওই ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, রবিবার সকালে সান্তহার-লালমনিহাট গামী (পদ্মরাগ) ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন ট্রেন আসার আগে থেকে রেল লাইনের পাশে ঘুরাঘুরি করতে দেখা যায় ওই গৃহবধুকে। ট্রেন আসলে লাইনের উপর মাথা দিয়ে লুটিয়ে পড়েন তিনি।

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Check Also

সোনাতলায় ভিজিএফ’র চাল বিক্রিঃ ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের নামে মামলা

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় প্রধানমন্ত্রীর দেওয়া অসহায়দের জন‍্য ঈদ উপহারের ভিজিএফ এর চাল বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =

Contact Us