সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি, আজমতকে ফের তলব

আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি, আজমতকে ফের তলব

শেরপুর নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের কাছে ফের ব্যাখ্যা তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো: ফরিদুল ইসলাম।

এছাড়া আবারো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেলকে সতর্কতার জন্য চিঠি দেন নির্বাচন কমিশন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে একের পর এক নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এতে উদ্বিগ্ন হয়ে সরকারি ছুটির দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনে অনুষ্ঠিত ওই জরুরি বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং চার নির্বাচন কমিশনারসহ সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেলকে এবং নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাকে সতর্ক করার সিদ্ধান্ত হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই প্রার্থীর প্রচারে বৃহস্পতিবারেও অংশ নিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। এর আগেও আচরণবিধি লঙ্ঘনের কারণে ওই দুজনসহ স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা।

নৌকার মেয়র প্রার্থীকে ইসিতে তলব: আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে দেয়া চিঠিতে জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় আপনার পক্ষে আচরণবিধি লঙ্ঘনের জন্য ৩০ এপ্রিল ব্যাখ্যা তলব করা হয়। ৪ মে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সভা করে আপনার পক্ষে ভোট চেয়েছেন। যেখানে আপনি উপস্থিত ছিলেন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

উল্লেখিত কার্যক্রম সিটি করপোরেশন নির্বাচন পরিপন্থী। আচরণ বিধিমালার বর্ণিত বিধান লঙ্ঘনের জন্য বিধি ৩২ অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আপনাকে ইতোপূর্বে সতর্ক করা সত্ত্বেও প্রতীক বরাদ্ধের পূর্বে নির্বাচনী প্রচারণা করার ফলে আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার (আজমত উল্লা খানের) প্রার্থীতা বাতিল করা হবে না সে বিষয়ে ব্যাক্তিগতভাবে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ৭ মে বিকেল ৩টায় ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। বৃহষ্পতিবার নির্বাচন কমিশনের সভায় অনুষ্ঠিত এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Check Also

২০০৮ সাল থেকে দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে-প্রধানমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশ ও মানুষের অর্থনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Contact Us