সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নোবেলকে ডিভোর্স দিলেন সালসাবিল!

নোবেলকে ডিভোর্স দিলেন সালসাবিল!

শেরপুর নিউজ ডেস্কঃ দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির বিতর্কিত নাম মাইনুল আহসান নোবেল। দীর্ঘদিন ধরেই তার দাম্পত্য জীবন নিয়ে ঝামেলা চলছে। অবশেষে তাকে ডিভোর্স দিলেন স্ত্রী সালসাবিল।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের বিষয়টি জানিয়েছেন সালসাবিল। মূলত নোবেল মাদকাসক্ত হওয়ায় ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সালসাবিল বলেন, আমি হয়তোবা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা, যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেওয়ার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, সে কখনও মাদক ছাড়বে না। সে বলে, নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম। এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিষ্ট্রেশন সম্পন্ন করি।

 

Check Also

তোপের মুখে মারিয়া মিম

শেরপুর নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের তোপের মুখে পড়েছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। সম্প্রতি নিজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =

Contact Us