শেরপুর নিউজ: বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহিনের ছোট ভাই রাশেদুল ইসলাম তুহিন(৩৭) বৃহস্পতিবার (৪ মে) ভোর চারটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ জোহর শাহজাহানপুর উপজেলার বনভিটি আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি ম.রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তসহ জেলা, উপজেলা ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ।