সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / যুক্তরাষ্ট্র যেতে করোনা টিকা লাগবে না

যুক্তরাষ্ট্র যেতে করোনা টিকা লাগবে না

শেরপুর নিউজ ডেস্কঃ আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা টিকার বিধি আগামী ১১ মে শেষ হবে। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। অর্থাৎ এরপর দেশটিতে যেতে আর করোনার টিকা লাগবে না।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, করোনা মহামারি প্রায় শেষ। ১১ মে যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ ঘোষণা করা হবে। খবর- এএফপি।

যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে মহামারির জেরে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের জানুয়ারি থেকে করোনায় মৃত্যু ৯৫ শতাংশ কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ৯১ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

Check Also

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২০৭

শেরপুর নিউজ ডেস্কঃ ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশায় রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। ইতোমধ্যে নিহতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eight =

Contact Us