Home / বগুড়ার খবর / সোনাতলা / সোনাতলার হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সোনাতলার হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

শেরপুর নিউজঃ বগুড়ার সোনাতলায় সুজাউল হক সুজাকে হত্যার অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ মে) তাকে সোনাতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে র‌্যাব ১ ও ১২ যৌথ অভিযানে এই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল মালেক (৪০)। তিনি সোনাতলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা। নিহত সুজা তার প্রতিবেশি ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

র‌্যাব জানায়, সুজাউল হক সুজার সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর সীমানা নিয়ে ঝগড়া ছিল আব্দুল মালেকের। চলতি বছরের ২৪ এপ্রিল কথাকাটাকাটির একপর্যায়ে সুজাকে লাঠি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরের দিন আব্দুল মালেককে প্রধান আসামি করে নিহতের স্ত্রী বাদি সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কমান্ডার মীর মনির হোসেন বলেন, মামলার হওয়ার পর থেকে বিষয়টি আমলে নেয় র‌্যাব। আসামীদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় আব্দুল মালেককে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Check Also

সোনাতলায় ভিজিএফ’র চাল বিক্রিঃ ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের নামে মামলা

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় প্রধানমন্ত্রীর দেওয়া অসহায়দের জন‍্য ঈদ উপহারের ভিজিএফ এর চাল বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

Contact Us