সর্বশেষ সংবাদ
Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / রায়গঞ্জ / সিরাজগঞ্জে বাস- অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে বাস- অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

শেরপুর নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুরকা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে মহাসড়কের জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন এ্যাম্বুলেন্স চালক রংপুরের লাল মিয়া (৪৫)এবং পঞ্চগড়ের রানু খাতুন (৩০)।

নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Check Also

রায়গঞ্জে বাস চলাচল বন্ধের দাবিতে কাফনের কাপড় পড়ে সড়ক অবরোধ

আশরাফ আলী রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সীমাবাড়ি-রাণীরহাট সড়ক হয়ে তালম-সিরাজগঞ্জ বাইপাস (লোকাল) সড়কে বাস চলাচল বন্ধের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 8 =

Contact Us