সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট / বগুড়ায় এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের নাটক, প্রতারক চক্রের ৪জন গ্রেপ্তার

বগুড়ায় এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের নাটক, প্রতারক চক্রের ৪জন গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)।

রবিবার বিকাল সোয়া ৪টার দিকে ধুনট উপজেলার জোড়খালি হাফেজখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধুনট উপজেলার জোড়খালি এলাকার যুবাইর আহমেদের ছেলে সালমান ইসলাম(২০), রাইমেন সরকারের ছেলে রাইসুল ইসলাম(২০), কাওছার আলীর ছেলে আহসান হাবীব এবং রুহুল আমীনের ছেলে আ: মমিন(২০)। এদের মধ্যে সালমান এই চক্রের মূলহোতা এবং বাকি সবাই সহযোগী৷ এছাড়া এরা সবাই বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

সোমবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। প্রেস ব্রিফিংয়েকালে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ধ আখতার, বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী এবং ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ JSC/ssc All Questions out’৷ নামে পেজ খুলে পূর্বের এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবির উপরের কাটা অংশ পোস্ট করে। এই প্রশ্ন নিতে তাদের ওই পেজে যোগাযোগ করতে বলে। পরে আগ্রহীরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে তাদের ভিন্ন দুইটি বিকাশ নম্বর পাঠিয়ে আড়াই থেকে তিন হাজার টাকা দিতে বলে। পরে বিষয়টি জানাজানি গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাদের এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এজন্য তাদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত অব্যাহত রয়েছে।’

Check Also

ধুনটে যুবলীগের শান্তি সমাবেশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

Contact Us