শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আর্ন্তজাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১ মে) সকাল থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমিক র্যালী, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ কর্মসুচী পালিত হয়।
সকাল ৯টা থেকে শুরু হওয়ায় এসব কর্মসুচী চলে দুপুর পর্যন্ত। এতে জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখা, ট্রেড ইউনিয়ণ কেন্দ্র, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন, শেরপুর থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, শেরপুর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, শেরপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।