শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) কোষাধ্যক্ষ প্রবীর মোহন্তের বাবা গৌর চন্দ্র মোহন্ত রবিবার সকালে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন, নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও এএইচএম আখতারুজআাজামান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফসহ নির্বাহী পরিষদ গভীর শোক প্রকাশ করেছেন।
তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।