Home / আজকের খবর / বগুড়ার শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বগুড়ার শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

শেরপুর নিউজ: রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরেও প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয় । রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় বগুড়ায় এবার পরীক্ষা ৮১টি কেন্দ্রে ৪৫ হাজার ৯০১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে শেরপুর উপজেলাতেও একই ভাবে পরীক্ষা শুরু হয়েছে।

উপজেলা নিবার্হী অফিস কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর উপজেলায় এসএসসি,দাখিল, এসএসসি (ভোক:) ও এসএসসি দাখিল (ভোক:) মিলে ৭টি কেন্দ্র ৪,৬৪২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণের কথা থাকলেও সর্বমোট ৪,৫৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ৮৮জন অনুপস্থিত রয়েছে।

শেরপুর সরকারী ডি.জে মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র মোট পরীক্ষার্থী ১৮২০জন। এর মধ্যে ছাত্র ৯৪৭জন, ছাত্রী ৮৭৩জন, ছাত্র অনুপস্থিত ১জন ও ছাত্রী অনুপস্থিত ১১জন। মজিবুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ৮০৩জন, ছাত্র ৫০৭জন,ছাত্রী ২৯৬জন, ছাত্র অনুপস্থিত ৬জন ও ছাত্রী অনুপস্থিত ৩জন। সীমাবাড়ী এসআর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ৯৩৫জন, ছাত্র ৫৪৪জন ও ছাত্রী ৩৮১জন, ছাত্র অনুপস্থিত ৬জন-ছাত্রী অনুপস্থিত ৫জন। শেরপুর শহিদীয়া আলিয়া মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৯১জন, ছাত্র ১৪১জন ও ছাত্রী ১৫০জন, ছাত্রর অনুপস্থিত ৩জন-ছাত্রী অনুপস্থিত ৬জন। উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৪০জন, ছাত্র ১৬১জন ও ছাত্রী ১৭৯জন, ছাত্র অনুপস্থিত ১৪জন ও ছাত্রী অনুপস্থিত ৪জন। অপরদিকে ধুনকুন্ডি আয়েশা মাওলানা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ২৩১জন, ছাত্র ১০৩জন-ছাত্রী পরীক্ষার্থী ১২৮জন, এর মধ্যে ছাত্র অনুপস্থিত ১৩জন, ছাত্রী অনুপস্থিত ৭জন ও শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২২২জন, ছাত্র ১৬৮জন-ছাত্রীর পরীক্ষার্থীর সংখ্যা ৫৪জন, ছাত্র অনুপস্থিত ৫জন ও ছাত্রী অনুপস্থিত রয়েছে ৪জন।

 

Check Also

শেরপুর পৌরসভা মেয়র খোকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকার বিরুদ্ধে পৌরসভার তহবিল তছরুপসহ বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 3 =

Contact Us