শেরপুর নিউজ: : পুলিশের কাজে বাধা প্রদান ও ককটেল বিস্ফোরণ মামলায় বগুড়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দুপুরের দিকে বগুড়ার দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী এই আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর বগুড়া শহরের নবাববাড়ি রোডে বিএনপি নেতা মামুনসহ অন্যান্য আসামিরা বিক্ষোভ মিছিল থেকে পুলিশের কাজে বাধা প্রধান, হামলা, ইট-পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়।