সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৫ হাজার ৯০১জন পরীক্ষার্থী

বগুড়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৫ হাজার ৯০১জন পরীক্ষার্থী

শেরপুর নিউজ ডেস্কঃ রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় বগুড়ায় এবার পরীক্ষা ৮১টি কেন্দ্রে ৪৫ হাজার ৯০১জন পরীক্ষার্থী অংশ নেবে।

বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, জেলায় এবার মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসি’র ৪২টি কেন্দ্রে ৩৫ হাজার ৭৪৬জন শিক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৪৭৭জন এবং ছাত্রী ১৭ হাজার ২৬৯জন। ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ নেবে ৭ হাজার ৬৫৫জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৩ হাজার ৯৭৬জন এবং ছাত্রী ৩ হাজার ৬৭৯জন।

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নেবে নিবে ২ হাজার ৫শ’ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ হাজার ৮৪৫জন এবং ছাত্রী ৬৫৫জন। এদিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি উপলক্ষে আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেল জেলা প্রশাসনের আহবানে অতিরিক্ত জেলা প্রশাসকগণ, ম্যাজিস্ট্রেট ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পরীক্ষা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, প্রতিটা কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে বলে জানান শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা আরও জানান, পরীক্ষা কেন্দ্রে শিক্ষক এবং শিক্ষার্থী কেউই- কোন ধরণের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার বা বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এদিকে, করোনার পর এবার প্রথম এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টায় ১শ’ নম্বরের এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Check Also

ধুনটে বিদায়ী ইউএনও ২২১ বস্তা পচা ত্রান সামগ্রী জমা দিলেন উপজেলা চেয়ারম্যানকে

গিয়াস উদ্দিন টিক্কা ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার সদ্য বদলী হওয়া নির্বাহী অফিসার (ইউএনও)সঞ্জয় কুমার মহন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =

Contact Us