সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / গাবতলী / গাবতলীতে চারশ’ পিস ইয়াবাসহ চাকুরিচ্যুত র‌্যাব সদস্য গ্রেফতার

গাবতলীতে চারশ’ পিস ইয়াবাসহ চাকুরিচ্যুত র‌্যাব সদস্য গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর সেনা সদস্য থেকে র‌্যাবে কর্মরত অবস্থায় চাকুরিচ্যুত সোহেল রানাকে (৩৬) মডেল থানা পুলিশ ৪শ’ পিসু ইয়াবাসহ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৩টায় তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৩টায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা গ্রামের মৃত আজিজুলের ছেলে সোহেল রানা ওরফে সোহেলের বাড়িতে মডেল থানার পুলিশ অভিযান চালায়। সোহেরের বাড়ি ঘেরাও করে তার ঘর থেকে ৪শ’ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এসময় পুলিশ সোহেলের কাছ থেকে দু’টি মোবাইল স্মার্ট ও ৫টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানা পুলিশের বিফ্রিংয়ে জানানো হয়, গত ২০১৮ সালের ৯ম ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন’র ২৩ ফিল্ড কোম্পানি থেকে সোহেল রানা মাদকের সাথে জড়িত থাকায় চাকুরিচ্যুত হয়। গ্রেফতারকৃত সোহেল রানা নিজেকে আর্মি অফিসার পরিচয় দিয়ে আইন-শৃঙ্খালা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্রগ্রাম থেকে ইয়াবা কিনে বগুড়াসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছিল।

এরপর থেকেই সোহেল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Check Also

গাবতলীতে ব্যারিষ্টার সুমনের ফুটবল খেলা দেখতে জনতার উপচে পড়া ঢল

আল আমিন মন্ডল বিপ্লব: বগুড়া গাবতলীর কাগইল হাইস্কুল মাঠে শুক্রবার ( ৫ই মে ২৩) বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 6 =

Contact Us