সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / বগুড়ায় ডাকঘরে কিলিং মিশনে অংশ নেয় ৫-৭ জন

বগুড়ায় ডাকঘরে কিলিং মিশনে অংশ নেয় ৫-৭ জন

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার প্রধান ডাকঘরে ডাকাতি ও প্রহরীর প্রশান্ত আচার্য কিলিং মিশনে ৫-৭ দুর্বৃত্ত অংশ নিয়েছিল। একাধিক পুলিশ কর্মকর্তার এমন ধারণা। মামলার আর্জিতেও বাদি ডাকঘরের পরিদর্শক মো: মহিদুল ইসলাম এমন তথ্য দিয়েছেন। এদের মধ্যে মুখোশধারী একজন ডাকঘরের ট্রেজারি শাখার সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, সে মুখোশ পড়ে টেজারি শাখায় ঘোরাফেরা করছিল। তার হাতে গ্লোভসও ছিল। তবে তাকে বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত শনাক্ত করা যায়নি।

মামলার তদন্তেও কোন অগ্রগতি হয়নি। গ্রেফতার হয়নি কেউ। তবে ১০-১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারোর কাছেই সুনিদিষ্ট তথ্য মেলেনি। এ দিকে নিহত প্রহরীর লাশ ময়না তদন্ত করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়না তদন্ত করেন চিকিৎসক। এর রিপোর্ট বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত পুলিশের হাতে এসে পৌঁছেনি।

এ কারণে জানা যায়নি তার মৃত্যুর কারণ। অবশ্য এর আগে ডাকঘরের বারান্দা থেকে প্রশান্তের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। এতে উল্লেখ করা হয়, প্রশান্তের কপালের মাঝে বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। একাধিক পুলিশ কর্মকর্তা বলছেন, শক্ত ভারি কোন বস্তু দিয়ে তার কপালে আঘাত করা হয়েছে।

এতে কপাল থেকে হালকা রক্ত বের হয়েছে। কর্মকর্তারা মনে করছেন, ঘুমন্ত অবস্থায় তার কপালে আঘাত করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর। শুধু তাই নয়, প্রশান্তকে শ্বাসরোধ করেও হত্যা করা হতে পারে।

উদ্ধারের সময় তার মরদেহের পাশে একটি বালিশ পড়েছিল। সেই বালিশ দিয়ে তার নাকে মুখে চাপা দিয়ে তাকে হত্যা করা হেেত পারে। সেইসাথে সেখান থেকে আলামত হিসাবে গামছার দুটি ছেঁড়া অংশও জব্দ করা হয়েছে। এই গামছা দিয়ে তার গলায় ফাঁস দেয়াও হতে পারে। তার গলায় ফাঁস দেয়ার মত দাগও রয়েছে। এ ছাড়া গামছার ছেঁড়া অংশ দিয়ে তার বাম হাত বাধাও ছিল। তবে ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে এলে সবকিছু খোলাসা হবে।

উল্লেখ্য, সুরতহাল রিপোর্ট হলো কোন ব্যক্তি খুন হলে, আকস্মিকভাবে মারা গেলে বা আত্মহত্যা করলে পুলিশ কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট মৃতদেহের বর্ণনা উল্লেখপূর্বক যে রিপোর্ট তৈরি করেন তাকে সুরতহাল রিপোর্ট বলে।

ঈদের পরের দিন গত রোববার শেষ রাতে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় প্রধান ডাকঘরে নৈশ্য প্রহরীর দায়িত্বে থাকা অফিস সহায়ক প্রশান্ত আচার্য্যকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা ডাকঘরের ভোল্ট কেটে ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো: শরাফত ইসলাম বলেন, প্রধান ডাকঘরে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে। কিন্ত আজ বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত কেউ ধরা পড়েনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: শাহিনুজ্জামান বলেন, চাঞ্চল্যকর এই মামলাটির তদন্ত চলছে। তিনি আশাবাদী অচিরেই খুনি ও ডাকাতরা ধরা পড়বে। উল্লেখ্য, এর কয়েক বছর আগেও আরও দুইবার এই ডাকঘরে ডাকাতি ও খুনের ঘটনা ঘটেছিল। তারপরও নিরাপত্তা জোরদার করা হয়নি।

ডাকঘরে গ্রাহকদের লাখ লাখ টাকা আমানত থাকলেও নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। ঘটনার দিন ডাকঘরে নিরাপত্তা দেয়ার দায়িত্বে ছিলেন শুধু মাত্র প্রশান্তই। তিনি ডাকাতদের হাতে বলি হন। এছাড়া ঈদের ছুটির আগে ডাকঘরের টাকা ব্যাংকে রাখার নিয়ম থাকলেও তা মানা হয়নি। ঈদের লম্বা ছুটির মধ্যে ডাকঘরে ৪৩ লাখ টাকার বেশি টাকা রাখা হয়েছিল। ঈদের ছুটির মধ্যে কেন এই বিপুল পরিমাণ টাকা ব্যাংকে জমা না রেখে ডাকঘরে রাখা হলো সে বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

Check Also

হিন্দাল শারক্বীয়ার ৩ জঙ্গি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্কঃ নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শূরা সদস্য ও অর্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =

Contact Us