Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / বগুড়ায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বগুড়ায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেরপুর ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কালিতলা বাঁধের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।

পুলিশের এই কর্মকর্তা বলেন, যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরণে থ্রিপিচ ও পায়জামা ছিল। তাকে স্থানীয়রা হাটশেরপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছিল। মানসিক ভারসাম্যহীন ওই নারী কয়েকদিন আগে সড়ক দূর্ঘটনায় আহতও হয়েছিলেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হবে।

Check Also

সারিয়াকান্দি কালিতলা গ্রোয়েন বাঁধে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে

মোঃ ফরহাদ হোসেনঃ বগুড়ার সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েন বাঁধ ও বিনোদন কেন্দ্রে পর্যটকদের আকর্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + fifteen =

Contact Us