সর্বশেষ সংবাদ
Home / আজকের খবর / প্রধানমন্ত্রীর উপহারের ২০০ মডেল মসজিদে ঈদের নামাজ হবে

প্রধানমন্ত্রীর উপহারের ২০০ মডেল মসজিদে ঈদের নামাজ হবে

     শেরপুর নিউজ ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ইসলামিক ফাউন্ডেশনের ২০০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ইতিমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এসব মডেল মসজিদে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আয়োজন করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিশ্রুতি অনুযায়ী, ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বাকিগুলোর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

 

 

Check Also

বর্ণিল আয়োজনে বাবুল্যান্ডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর নিউজ ডেস্ক : ঢাকায় প্রথমবার ডিজনি প্যারেডের মত আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Contact Us