সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় অনশনে বসা সেই রুমেল আর নেই

বগুড়ায় অনশনে বসা সেই রুমেল আর নেই

শেরপুর নিউজঃ আবারও অনশনে বসার আগেই মারা গেলেন বগুড়ার হুমায়ুন আহম্মেদ রুমেল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার শহরের নাটাই পূর্বপাড়া নিজ বাসভবনে তিনি মারা যান।

তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালালউদ্দিনের ছেলে। রুমেল চ্যানেল বগুড়া নামে একটি পেইজে বিভিন্ন কন্টেন্ট তৈরী করতেনএবং কিছুদিন আগে বগুড়া বিসিবির ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়াম ফিরিয়ে আনতে দুই দফা আমরণ অনশন করে আলোচনায় আসেন তিনি।

শহরের নাটাইপাড়া এলাকায় মায়ের সাথে থাকতেন রুমেল। তার বাকি তিন ভাই চাকুরির কারণে বগুড়ার বাইরে থাকতেন। রুমেল তার চ্যানেল বগুড়া নামে ফেসবুক আইডিতে গতকাল রাত ১১টা ৪২ মিনিটে লেখেন ‘জীবনের প্রথম স্মৃতি এবং জীবনের শেষ স্মৃতি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ!!!’

এছাড়াও গত মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তার একই আইডিতে লেখেন, বগুড়ার বিমানবন্দর চালু করার দাবিতে সিসি ক্যামেরার সামনে আমরণ অনশন করার প্রস্তুতি নিচ্ছি। ঈদ পার হলেই শুরু হবে আন্দোলন।’

রুমেলের বন্ধু রাসেল ইসলাম বলেন, ‘রুমেলের সাথে গতকাল দুপুর ১২টার দিকে কথা বলি। সে মানসিকভাবে অনেক চিন্তিত ছিল। বগুড়া স্টেডিয়াম ফিরিয়ে আনতে সে অনশন করেছিল। কিন্তু তার সেভাবে কেউ মূল্যায়ন করেনি। তবুও সে বগুড়াবাসীর জন্য ঈদের পর আবারও বিমানবন্দরের জন্য অনশনে বসতে চেয়েছিল। কিন্তু তার আগেই কিভাবে যে কি হয়ে গেল৷’

প্রতিবেশী রকি হোসেন বলেন, রুমেল ভাই মাঝে মাঝেই না খেয়ে থাকতো। হঠাৎ করে ভোরে রুমেল ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে যাই। যেয়ে দেখি মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছে। হাত পা ছেড়ে দেয়া। পরে চিকিৎসার জন্য গাড়ী ভাড়া করতে যাই। এসে দেখি রুমেল ভাই আর নেই।’

রুমেলের মা বলেন, ‘আমার ছেলের সাথে রাতেই কথা বলেছি। অতিরিক্ত গরমের কারণে রুমেল অসুস্থ ছিল। কিন্তু ভোরেই আমাকে ছেড়ে চলে গেল আমার পাশে থাকার মত আর কেউ রইলো না।’

Check Also

বগুড়ায় বার্মিজ চাকু ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ায় একটি বার্মিজ চাকু, পাঁচ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + twenty =

Contact Us