সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বুবলীর ‘খেলা হবে’

বুবলীর ‘খেলা হবে’

শেরপুর নিউজ ডেস্কঃ আসছে ঈদে মুক্তি পাচ্ছে সাইফ চন্দন পরিচালিত ও আদর আজাদ-বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির গান প্রকাশিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’ প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে সিনেমাটি ২০টি প্রেক্ষাগৃহ কনর্ফাম করেছে বলে জানান এর নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন বলেন, ‘ট্রেইলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। সিনেমাটি মুক্তির পরেও আমার বিশ্বাস সবার এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে। দর্শকের প্রতি অনুরোধ, ঈদে সবাই সিনেমাটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’

অভিনেতা আদর আজাদ বলেন, ‘ট্রেইলার দেখে সবাই তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। গানটিও দর্শক সমালোচকদের নজর কেড়েছে। আমরা চেষ্টা করেছি দর্শক চাহিদা অনুযায়ী ভালো গল্পের একটি সিনেমা উপহার দেওয়ার। আশা করছি, সিনেমাটি দেখে কেউ নিরাশ হবেন না।’

‘লোকাল’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।

Check Also

ভয়ে আছেন সানি লিওন!

শেরপুর নিউজ ডেস্কঃ বলিউড তারকা সানি লিওন। সেই জগত ছেড়েছেন আগেই। জায়গা করে নিয়েছেন বলিউডে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Contact Us