সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / প্রয়োজনে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি

প্রয়োজনে ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি

শেরপুর ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে ঢাকাসহ বেশিরভাগ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৫-৪২ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এমন পরিস্থিতিতে দেশে ‘তাপমাত্রা জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর। তিনি বলেন, আবহাওয়া যদি আরো কিছুদিন এমন থাকে, তখন ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে। এটি ভবিষ্যতের বিষয়। এখন আপাতত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

গণমাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, আবহাওয়াজনিত জরুরি অবস্থা জারি করার মতো কোন সিদ্ধান্ত এখনও হয়নি। বৃষ্টি হলেই এই তাপদাহ কমে যাবে। তাই আরো কয়েকদিন পরিস্থিতি দেখতে চাই, তারপর এ সিদ্ধান্ত নিয়ে বিবেচনা করা হবে।

তিনি আরো বলেন, জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত নিতে হলে আরও কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখনও এ ধরনের বৈঠক হয়নি। তাই জরুরি অবস্থা জারি হচ্ছে এটা বলা যাবে না।

 

Check Also

স্বাভাবিক হচ্ছে পেঁয়াজের বাজার

শেরপুর নিউজ ডেস্কঃ দামে লাগাম টানতে আমদানির অনুমতির পর দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক হতে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twenty =

Contact Us