Home / দেশের খবর / উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা খুন

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা খুন

 

শেরপুর ডেস্ক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে হাফেজ মাহবুব (২৭) নামের রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) ১৯ নং ক্যাম্পের ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ক্যাম্প,-১২ জি/৭ সংলগ্ন ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী সংবাদের সত্যতা জানিয়ে বলেন, পাঁচ-ছয়জন সন্ত্রাসী ১২ নং ক্যাম্পের জি/৭ সংলগ্ন ব্লক হতে হাফেজ মাহবুব নামের রোহিঙ্গাকে ২ রাউন্ড বুকে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ১২ নং ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করতে ও প্রশাসনকে সহায়তা করে থাকেন। এ কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ।

Check Also

নৌকার মনোনয়ন ঝুঁকিতে যারা

শেরপুর নিউজ: সাম্প্রতিক সময়ে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের উদাহরণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। গত বছর শান্তিপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 18 =

Contact Us