সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড

বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড

শেরপুর ডেস্কঃ সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশ বোলারদের তুলোধুনো করে ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৮ উইকেটে তুলেছে ৩৩৮ রান।

এর আগে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল ৩৩৩ রানের। ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় এই সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যদিও ম্যাচটিতে জিততে পারেনি টাইগাররা, অসিরা এর আগেই ৩৮১ রানের পাহাড় গড়ে বসে।

ওই বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যেটি কিনা এখন তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে না পারলেও প্রোটিয়াদের বিপক্ষে ঠিকই জিতেছিল টাইগাররা।

এ নিয়ে মোট ২৪ বার বাংলাদেশ ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান করেছে। ৩৩০ বা তার বেশি করেছে আজসহ মোট ৩ বার।

Check Also

এশিয়া কাপে আর্চারিতে স্বর্ণ জয় বাংলাদেশের

  শেরপুর ডেস্ক: চাইনিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =

Contact Us