Home / খেলাধুলা / সাত হাজার রান সাকিবের

সাত হাজার রান সাকিবের

শেরপুর ডেস্কঃ আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে ৭ হাজার রান পূর্ণ করেছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই কীর্তি স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সেই সাথে ক্রিকেট মহারথীদের এক সংক্ষিপ্ত তালিকায় ঢুকে গেলেন সাকিব, ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন তিনি। বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৭ হাজার রানের সাথে ৩০০ উইকেটের মালিক বনে গেছেন সাকিব।

বিতর্ক পেছনে ঠেলে সাকিব ছুটে চলেছেন নিজস্ব গতিতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে। কার্টিস ক্যাম্পারের বলকে মিড অনে পাঠিয়ে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন তিনি।

এই ক্লাবে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। তার আগে এই মাইলফলক স্পর্শ করে প্রথম বাংলাদেশী হিসেবে রেকর্ড গড়েছিলেন তামিম। ২৩৩ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৬ রান। এদিকে মুশফিকুর রহিমের রান এখন ৬৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে আর মাত্র ৯৯ রান।

সাকিব ৭ হাজার রান করেছেন ২২৮টি ওয়ানডে খেলে। যেখানে সেঞ্চুরি করেছেন ৯টি ও ফিফটি ৫২টি। আর মুশফিক ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে করেছেন ৬৯০১ রান।

Check Also

ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ

শেরপুর ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে শক্তিশালী রাশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =

Contact Us