Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে গুণিজন সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক বিতরণ

ধুনটে গুণিজন সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ “মানবিক চেতনা জাগ্রত করাই আমাদের লক্ষ্য” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বগুড়ার ধুনট উপজেলায় গুণিজন সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আমিনুল ইসলাম। শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক।

শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আজহার আলী ভুঁইয়া, সহকারি অধ্যাপক লুৎফর রহমান, প্রধান শিক্ষক আব্দুল কাদের, অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল আমীন চাঁন, নিখিল চন্দ্র সুত্রধর, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাম্মাদ আলী জোহান, ব্যবসায়ী মাহফুজুর রহমান শাহ আলী, প্রভাষক মামদুদুর রহমান মইনুল ও ইউপি সদস্য আব্দুল ওহাব প্রমুখ।

আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় তিনজন গুণিজনের হাতে সংবর্ধনা স্মারক এবং ৩১জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।

Check Also

ধুনটে ঘর পেল আরো ২৮ পরিবার ভূমিহীন ও গৃহহীন মুক্ত

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ ধুনটে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘর পেল আরো ২৮ পরিবার ভিডিও কনফারেন্সের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

Contact Us