Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় ট্রাক চাপায় রিক্সাচালক নিহত

বগুড়ায় ট্রাক চাপায় রিক্সাচালক নিহত

শেরপুর ডেস্কঃ বগুড়া-রংপুর মহাসড়েক আলু বোঝাই ট্রাকের চাপায় মোকাররম হোসেন নামের এক রিক্সাচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া খোলারঘর নামক স্থানে এ সড়ক দূঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-০৫৯৫) বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া খোলারঘর নামক স্থানে সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের্^ একটি রিকশার উপর উল্টে যায়। এসময় আলুর চাপায় রিকশা চালক ঘটনা স্থলেই নিহত হয়।

নিহত রিক্সাচালক মোকাররম হোসেন (২৫) শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের গোরনা গ্রামের আসর আলীর ছেলে । খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও র্ফায়ার সার্ভিস মহাসড়কের জানজট নিরসন করে এবং দূর্ঘটনা কবলিত ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে ফেলে। নিহত মোকাররম হোসেন (২৫)এর লাশ তার আত্নীয়রা বাড়িতে নিয়ে যায়।

Check Also

বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে আহত দুই ভায়রা

শেরপুর ডেস্কঃ বগুড়ায় দুই ভায়রা একে অপরের ছুরিকাঘাতে আহত হয়েছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =

Contact Us