সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / বগুড়ায় ফেন্সিডিলসহ শেরপুরের সাবেক মেম্বার পুটু মিয়া গ্রেপ্তার

বগুড়ায় ফেন্সিডিলসহ শেরপুরের সাবেক মেম্বার পুটু মিয়া গ্রেপ্তার

শেরপুর ডেস্কঃ বগুড়ার মাটিডালীতে ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ শেরপুরের সাবেক ইউপি সদস্য ( মেম্বার) পুটুমিয়া (৪০) ও প্রদীপ রায় (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালিতে একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি আবু সায়েম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আলেফ শেখের ছেলে মো. পুটু মিয়া ও দিনাজপুরের নবাবগঞ্জের কুশদহ হিলিডাঙ্গা বাজারের মৃত ভূপেনচন্দ্র রায়ের ছেলে প্রদীপ রায়।

অভিযানকালে তাদের নিকট থেকে ২০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৭১ গৃহহীন

শেরপুরনিউজ: বগুড়ার শেরপুর উপজেলায় আরও ১৭১ গৃহহীন ও ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

Contact Us