Home / বগুড়ার খবর / সোনাতলা / সোনাতলায় অনুমোদন পেল সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ

সোনাতলায় অনুমোদন পেল সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ

শেরপুর ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় মোমেনা মোন্তাজ নামের আরো একটি কলেজ স্থাপনের অনুমোদন পেল। চলতি বছরের গত ১৩ মার্চ রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অনুমোদন দেয়া হয়।

জানা যায়, ওয়ান ফার্মা লিমিটেড ও ন্যাশনাল এগ্রিকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক এবং বৃহত্তম বগুড়া সমিতি ঢাকার সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামল নতুন কলেজ স্থাপনের জন্য অনুমোদন প্রাপ্ত হন। মোস্তাফিজুর রহমান শ্যামল এর আগে শস্য চিত্রে বঙ্গবন্ধুর অবয়ব ফুটে তুলে গ্রীনেচ বুকে রেকর্ড গড়েন। শস্যচিত্রে বঙ্গবন্ধুর এই অবয়বটি ছিলো বিশ্বের সবচেয়ে বড় চিত্র। বিশ্বরেকর্ড গড়ার পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি সংবর্ধিত হয়েছেন। কুঁড়িয়েছেন অনেক সুনাম। তার ওয়ান ফার্মায় ও ন্যাশনাল এগ্রিকেয়ারে হাজার হাজার কর্মী কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তিনি সামাজিকভাবে বিভিন্ন সময়ে সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। এবার তিনি বগুড়া-১ আসন (সোনাতলা ও সারিয়াকান্দি) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

মোস্তাফিজুর রহমান শ্যামল জানান, তিনি এলাকার উন্নয়নে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় এগিয়ে নিতে কলেজ স্থাপন এর কার্যক্রম শুরু করেছেন। নামমাত্র খরচে এলাকার সকল শিক্ষার্থী এই কলেজে লেখাপড়ার সুযোগ পাবে। প্রত্যেক শিক্ষার্থীকে ভালোমানের শিক্ষার্থী ও মেধাবী করে গড়ে তুলতে সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ কাজ করে যাবে। মেধাবী শিক্ষার্থী গড়ে তুলেতে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ থাকবে আধুনিক। যেন একজন শিক্ষার্থী সুন্দর পরিবেশে শিক্ষা অর্জন করতে পারে।

Check Also

অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে: সাহাদারা মান্নান এমপি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পাশাপাশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =

Contact Us