Home / দেশের খবর / ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুর ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যত দ্রুত শেষ হবে ততই জনগণের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে বিশেষ উদ্যোগ নিতে পারেন।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান। ভাসানচরে ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহযোগিতার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব উভয়েই একমত হয়েছেন, সেখানে রাজনৈতিক অঙ্গনে কোনো পরিবর্তন আসুক বা না আসুক রোহিঙ্গাদের শিগগিরই মিয়ানমারে ফিরে যেতে হবে।

Check Also

নৌকার মনোনয়ন ঝুঁকিতে যারা

শেরপুর নিউজ: সাম্প্রতিক সময়ে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের উদাহরণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। গত বছর শান্তিপূর্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =

Contact Us