Home / পরিবেশ প্রকৃতি / বসন্তের প্রথম দিন আজ

বসন্তের প্রথম দিন আজ

শেরপুর ডেস্কঃ প্রকৃতি ছেয়ে গেছে ফুলে ফুলে, প্রকৃতিপ্রেমী মানুষের হৃদয়ে লেগেছে দোলা। বাসন্তি রঙে সেজেছে প্রকৃতি। ফাগুনের হাওয়ায় দিনের তাপমাত্রা একটু বাড়তে থাকলেও রাত ও ভোরে হিম হিম ভাব এখনো যায়নি। পহেলা ফাল্গুন আকাশে মেঘ জমলেও তা বৃষ্টি হয়ে ঝরবে না বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পঞ্জিকার পাতা ধরে মঙ্গলবার আসছে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। এরই মধ্যে ফাগুনের হওয়া বইতে শুরু করেছে। দিনের তাপমাত্রা একটু বাড়তে থাকলেও রাত ও ভোরে হিম হিম ভাব এখনও যায়নি।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, অস্থায়ীভাবে আকাশ থাকবে মেঘলা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “আপাতত ঝড়-বৃষ্টির কোনো আভাস ১৯ তারিখ পর্যন্ত সেভাবে নেই। আকাশে যে মেঘ জমে, এতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।”

Check Also

নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

শেরপুর নিউজ ডেস্ক: চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =

Contact Us