Home / দেশের খবর / জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আ.লীগ- প্রধানমন্ত্রী

জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আ.লীগ- প্রধানমন্ত্রী

শেরপুর ডেস্কঃ আওয়ামী লীগ কাজের মধ্যদিয়ে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রিত্ব নয়, বড় পরিচয় আমি জাতির জনকের কন্যা। গণতান্ত্রিক ধারা বহাল আছে বলে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জনগণের সেবা করতে এসেছে আওয়ামী লীগ, ছিনিমিনি খেলতে নয়। কাজেই দুর্নীতির প্রশ্নই আসে না।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে। সারাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে সরকার। পাতালরেল নির্মাণকাজ করতে গিয়ে কোনো ধরনের জনভোগান্তি হবে না। আধুনিক প্রযুক্তিতে কাজ করা হবে।

তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ দুরন্ত গতিতে এগিয়ে চলছে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঢাকার যানজট মুক্ত করার লক্ষ্যে মেট্রোরেল চালু করা। আমরা সেটা করেছি। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে।

প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে অনেকগুলো প্রকল্প কাজ চলমান। পূর্বাচল স্মার্ট সিটি হবে। নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলাম। এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আসিনি।’

দুর্নীতির প্রসঙ্গে সরকার প্রধান বলেন, দুর্নীতির প্রশ্নই ওঠে না। যতই আন্দোলন করুক কেউ কিছু করতে পারবে না যতদিন জনগণ আমাদের সাথে আছে।

তিনি আরও বলেন, করোনার সময় বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি। কোনো ধনী দেশ বিনামূল্যে ভ্যাকসিন দিতে পারেনি। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে বাংলাদেশ। আমাদের কেউ থামাতে পারবে না।

কৃষি নিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা সাশ্রয়ী হোন। কোনো জায়গা খালি রাখবেন না। যেখানে যা পারেন তা চাষাবাদ করেন। আপনারা আমাদের সহযোগিতা করেন।

Check Also

সরকার রূপকল্প-২০২১ সফলভাবে বাস্তবায়ন করেছে

শেরপুর নিউজ: রূপকল্প ২০২১ অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করেছে বর্তমান সরকার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =

Contact Us