Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রিপু

বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রিপু

শেরপুর ডেস্কঃ বিএনপি’র পদত্যাগ করা বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগ থেকে মনোনয়ন সভায় এ সিদ্বান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা।

এ সময় ছয়টি উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দেয় আওয়ামী লীগ। দুটিতে দিবে ১৪ দলের শরীক ওয়ার্কাস পার্টি ও জাসদ এবং বাকি একটি আসন সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে। অন্যান্য আসনের প্রার্থীরা হলেন চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদি। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মুক্ত। অন্যদিকে, ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দলের থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

Check Also

বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে আহত দুই ভায়রা

শেরপুর ডেস্কঃ বগুড়ায় দুই ভায়রা একে অপরের ছুরিকাঘাতে আহত হয়েছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 7 =

Contact Us