সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / সাংবাদিক উজ্জল মালাকারের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক উজ্জল মালাকারের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

শেরপুর নিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক উজ্জল মালাকারের ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৫ সালের ২৮ ডিসেম্বর রাতে শেরপুর শহরের স্যানালপাড়ায় নিজ শয়ন ঘরে ঘুমের মাঝে ২৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

তার ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছে শেরপুর মডেল প্রেসক্লাব। সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, যুগ্ম সম্পাদক আবু রায়হান রানাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এক বিবৃতিতে স্বর্গীয় উজ্জল মালাকারের আত্মার শান্তি কামনা করেছেন।

স্বর্গীয় উজ্জল মালাকার শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, শারদীয় দুর্গাপূজা সংকলন শারদ অর্ঘ্য সম্পাদক ও জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

তার ছোট ভাই সাংবাদিক উৎপল মালাকার জানান, ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এবছর কোন স্মরণসভা কিংবা আলোচনা সভার আয়োজন করা না হলেও পারিবারিকভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Check Also

শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৭১ গৃহহীন

শেরপুরনিউজ: বগুড়ার শেরপুর উপজেলায় আরও ১৭১ গৃহহীন ও ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =

Contact Us